সত্য আর মিথ্যা যেন দুই সহোদর ভাই,
ছায়ার মাঝে কায়া বিনা পরিচয় তার নাই৷
সত্য সর্বদা বিজয় হয়, মিথ্যার পরাজয়,
মিথ্যা কখনো শ্রেষ্ঠ হয়, নীচে সত্য রয় !


আদালতে বাকযুদ্ধ বুলির ছড়াছড়ি,
সত্য খর্ব মিথ্যার কখনো, বেশী বাড়াবাড়ি ৷
গ্যালিলিও মিথ্যা হয়ে ছিলেন দীর্ঘ দিন ;
মহৎ সত্য পৃথিবীর গতি, হয়েছিল হীন ৷
কারাবক্ষে প্রাণ যায় তাঁর, সত্য উদ্ঘাটিতে,
আর্যভট্টও কষ্ট উঠায় এহেন খবর দিতে !
ছোট ছোট কণা দিয়ে সকল বস্তুর আকার,
কণাদ যখন ভেবেছিলেন সৃষ্টির জড় সার ,
রব ওঠে তুলকালাম, নারায়ণ যান হেলে ,
ধর্ম বিরুদ্ধ কথা হলে যেতে হত শূলে !


জগৎ শ্রেষ্ঠা স্বয়ং মায়া, তার উপরে নাই ;
“দু’চার কথা বিজ্ঞান পড়ে শিখছে তারা ছাই” ৷
এটাই মান্য সবার জন্য অন্য মান্য চলিবে না ,
চলন ধারা চলছে বলে অচল এখন হবে না !
মৈনাখ পর্বত ও বাসুকী সঙ্গ, ওঠে যে নবরত্ন ;
দেবাসুরে মন্থন বিনা ছিল না তখন যন্ত্র ৷
মিথ্যার সাথী না হলে পরে হতো না মহাভারত ;
অশ্বথামা নামের সত্যি হস্তি ছিল হত ৷


অনেক সত্য লুকানো হয় নানা ছলনা করে,
অসত্যের ছলনা অনেক শাস্ত্রে, আছে পাতা ভরে ৷
অকাট্ট যুক্তি সবই মায়া তার উপরে নাই
বুকে রাখ করিয়া যত্ন, সত্য যেন এটাই !


আগে যে সত্যি এখন তা মিথ্যা, নজির অনেক আছে ;
মিথ্যাটা যে সত্যি হবে প্রমাণ অতি কাছে ৷
সত্য মিথ্যার দ্বন্দ্ব নিয়ে যুগে যুগে তার গ্লানি ,
কত যে নিরীহ নিদারুণ যন্ত্রণায় মরেছে কত প্রাণী ৷
সত্য মিথ্যার সুযোগ নিয়ে, যতো দুষ্টের দল ;
সমাজে তারা গুলে দিয়েছে তীব্র হলাহল !
গায়ের জোরে সত্যটা করে, মিথ্যায় পরিণতি ;
প্রতিটি কার্যে বাধা দেয় তারা, রুখতে অগ্রগতি ৷


সমুদ্র তুল্য জ্ঞান ভাণ্ডার ভরে আছে ইন্টারনেটে,
তবুও সত্য দাঁড়িয়ে যেন অদূরে মাথা হেঁটে !
সত্য যেন আচ্ছাদিত তিমিরঘন ধূম্রজাল ;
অনুবিক্ষণ যন্ত্র যেন, বলছে যে ফল অতি ম্লান ৷
পরীক্ষা চলিছে জগৎ জুড়ে সত্য জানিতে সব ,
কোথায় যেন মহা বাধা মিথ্যার কলরব !


এতো করেও সত্যটা যখন থাকিল অর্থহীন ,
মিথ্যায় তখন ভরে উঠিল সুপ্রভাতে দিন ৷
মিথ্যার দ্বারা মিথ্যাই হবে, হবে না শুভ কাজ ;
সময় অসময় সমাজের বুকে হানিবে দুঃখ বাজ !
সত্য ক্ষয়ে নিঃশেষ হবে নবোন্মেষ প্রাণ ,
জড়বৎ সম সমাধি সবে সকল চলমান জান ৷
সত্য যখন অমোঘ অস্ত্র সর্বোপরি জীবনে ;
সত্য তখন কেন ধরে না, সত্য বিচার স্মরণে ?        
        ( ইং-১৯-০৪-২০১৫- রবিবার)