ছোট বড়োতে সংসার ,কত না তার ছড়াছড়ি ,
অধীর হয় বড়োরে পেতে, সবে করে হুড়োহুড়ি
ছোট আর বড়ো নিয়ে, যত রণারণি ,
কত জন এসব নিয়ে করে খুনোখুনি !


বিনা কাজে অনেকে খোঁজে অপরের হাঁড়ি ,
ছোট বড় তলাশে সেথায়, কত নক্ষত্র-নাড়ি !
শয়নে স্বপনে দিবা নিশি জাগরণে ,
ছোট বড় মনেতে পোষে, কারণে অকারণে ৷
চিন্তা-ভাবনা, কাজ-কর্মে, কেবলি নড়ানড়ি ,
সময় অসময় এসব নিয়ে, যেন বাড়াবাড়ি ৷


বড়োর বড়ো আরও বড়ো, সর্বশ্রেষ্ঠ চাই ,
ছোট পেয়ে মনোকষ্টে, দুঃখী যেন সদাই ৷
কর্মে তুলনা পরহিতে, সর্বদা মঙ্গলময় ,
বিবেক-বুদ্ধি সদগুণে, ভরে ব্যক্তির হৃদয় ৷


গুণে খোঁজা জ্ঞান কর্মে, অতি মহাগুণ
নীচ কাজে খোঁজাটা, স্বভাবে ধরানো ঘুণ !
ক্ষণিক তরে বড়োর বাড়ে, মনেতে কিছু দম্ভ ,
নিজের কোলে কমে ঝোলে, হয় সে হতভম্ব ৷


আদি কালে যে হালে, বিষয়-আশয় পূর্ববৎ ,
এযুগেও দেখি তাই, আগের মত যথাবৎ ৷
প্রকৃতি চলে নিয়ম মেনে, গড়িয়া ছোটবড়ো,
দানের বেলায় রাখেনি করে, কমবেশী কারো ৷
অসীম ব্রহ্মাণ্ড আকাশ বাতাস জল ,
বাঁচার উপাদান সহ প্রখর মেধা উজ্জ্বল ;
অযাচিত দানে ভরিয়া ধরাতল ,
মানুষ যেন বাঁচে নির্ভয়ে হয়ে সরল ৷
তবু মূঢ়তা, জড়বুদ্ধি, মাথায় পুরে
আছে ছোটবড় ধরে, অনন্ত কাল পড়ে !


মনুষ্য সৃষ্ট জড়, হোক না অতি পুণ্যঘর ,
নিয়ে মূর্তি, দেবালয়, সুউচ্চধ্বজ, চূড়া
অহরহ ধাবিত সে, দিচ্ছে এসবে সাড়া ;
প্রচারে পেয়ে নাড়া, তারা আত্মহারা ,
বড়ো কাজ ভেবে মাতে, ছোট না হয় তারা !


সব সময় সব কাজে যারা প্রতিবাসী,
তারাই আবার বৃহৎরূপে. মোদের বিশ্ববাসী ৷
ছোট নীচ অপয়া মানা, পৌঁছানো কারো হানী ,
করিৎকর্মা হয় না বড়ো, এ হেন মূর্খতা টানি ৷
(ইং-১০-১১-২০১৫-মঙ্গলবার)