সদসৎ নেইকো জানা            
আপন হিতে মন মেলে না-        
বোঝা বয়ে অজস্র ঝামেলা        
হৃদয় মাঝে মরণ জ্বালা !
        
কালের সাথে চলা ফেরা          
ছন্নছাড়া জীবন ধারা ;          
আদর্শ বাঁধনে ফস্কা গেরো          
সুখময় কালটা জ্বরো-জ্বরো !
        
ভগ্ন প্রাণে ক্ষণে-ক্ষণে            
কঠোর পরিবেশ ধরে মনে ৷        
কষ্টের কাঁটা বিঁধিয়ে প্রাণে        
উপায় বিহীন উপশম ত্রাণে .
        
অকেজো বিচার মূঢ়তা জড়িয়ে      
জীবন-যাপন দুঃখে ভরিয়ে .
হা-হুতাশে সদা থাকায়  
সময় ক্ষয়ে দিনটি কাটায়.

বাড়ার চিন্তা নেই মাথায়
নাম লেখা তার অলস খাতায় ৷  
নিষ্ফল জীবন ভবেতে মানে                                                    
অভিলাষা নেই বাড়িতে জ্ঞানে!
  (ইং-১১.০২.২০১৬-বৃস্পতিবার)