জল তার কায়া তরল
তার আচরণ অতি সরল ,
যেদিকে পাইবে ঢাল
সেই মত গড়াবে জল ;      
মাপিতে জানায় সম-অসমতল
অনেক কল চালায় জল ৷


যদি বলা হয় জল,-
এবার গতি দাও ঊর্ধ্বচল ?
জল বলিবে, না,-
তাহার ধর্মে মানা ৷
ধর্ম মানা জলের সম্বল ,
জল চায় না তার কর্মফল ৷


পিপাসাতে জলই জীবন ,
জলে বাঁচে সমস্ত প্রাণী বন ৷
জল খায় না পরের অন্ন ,
অতচ,কাজে সবার জন্য ৷


শিলে যায় না বাটা
অসিতে পড়ে না কাটা !
ধরা যায় না করিয়া মুঠা
কাঁচিতে চলে না ছাঁটা !


বাতাসে করে নড়া-চড়া
যে কোন বন্ধনে দেয় ধরা
ধোওয়ার কাজে হয় যে ছোঁওয়া
রুদ্র রূপে ধরে নানা মায়া !


সভ্য সমাজ করিছে কাবাড়
মহাদুর্গতি জলের সুফল ,              
সবই সবার ঘৃণিত কারোবার ;            
শীঘ্র আসিবে ধ্বংসরূপে প্রতিফল ৷
      
অসাদ্ধ সাধক মানব সমাজ
কেন করিছে আজব কাজ ?        
জলের গলা ধরিছে টিপে
ধরণী যেন উঠিছে কেঁপে !


   (ইং-০৬-০১-২০১৬-বুধবার)