সোনাতে কালো নোট করাটা সাদা -
কালোরা সোনা কিনছে গাদা-গাদা,
আইন, পাঁচশত গ্রাম স্ত্রী ধন,
বাকি ইচ্ছে মত আপন-আপন ;
আড়াইশো গ্রাম কুমারীর সোনা ,
আগে থাক অজানা পাওনা ৷
শত গ্রাম পাবে পুরুষ -
তারা থাক সৎ- অসতে খুশ !


রাজার ঘরের বেটী রানী-
সেই সোনা পাবে প্রচুর জানি ,
সোনা যোগাড়ে তাড়াও অভাব -
বেটী পেতে গড়ো উত্তম স্বভাব ৷
যদি চাও করিতে সোনা একত্র ,
কন্যা বাড়াও যত্র-তত্র ৷
বেটী বাঁচাও- সোনা পাও -
দেশের স্বার্থে মেনে নাও ৷
এমনিতে দেশে লোক বেশী ,
তবু ঘরে সোনা আসুক- রাশিরাশি !


কোন প্রকার যাদের চলে না দিন
তারা রুগ্ন, নিরক্ষর, গৃহহীন ৷
ফুরসত কোথায়- নিতে খবর ?
ঘোষণায় ঘিরে জবর-জবর !
দেখিয়ে গ্রাম-গ্রাম সোনা -
দেশে ভাসায় সুখ-স্বপ্নের বন্যা !!!
(ইং-০৪-১২-২০১৬)