শুধু মিসকালো ধোঁয়া আর ধোঁয়া !
যায় না বসা, যায় না শোয়া ৷
মানে না নিয়ম-পর্যাবরণ -
শোনে না কেন , কাও বারণ !
এত যে ধোঁয়া ভরায় কারা ?
সহন অসহ্য- যায় না পারা !


জানিতে এর হদিস তাই-
কাকে যে শুধাই ?
কে বা বলিবে, বিপদে যে সবাই ;
এ জ্বলন জ্বালা হবে না ভরপাই ?
নানা ব্যাধি রোগে -
এ সময় কত যে ভোগে ,
কেউ বা ভাল কাশে -
কেউ বা আহ্লাদে হাসে !


তবে, দবা-দারুতে ব্যাঙ্কে লম্বা লাইন -
সব এক সাথে ! গরীব শৌখীন ,
বিনা পয়সায়
তারা ছট্ ফটায় -
ডাঙায় যেন জল হীন মীন !
কত যে দাঁড়য় সারিতে প্রতিদিন ৷


এভাবে কর্ম হানী উর্যা হরণ-
কে হয় এর আসল কারণ ?
দেশময় একই উপায় বরাবর -
লক্ষ্মী মার দর্শনে সবার !
কাজটা সারে অতি কাতরে -
নীরব দাঁড়িয়ে এক পায়ে- কাতারে !


কারোর ঘাড়ে পুলিশের লাঠি -
মাঝে-মাঝে ঘা, দু’চারটি -
পড়ে পুলিশের খাতিরে -
হৃদয় ভরে, নীরবে হাহাকারে !!
ইতিহাসে আগের পাতা বাড়ে ,
লিখে রাখে মানব সভ্যতারে ৷


কেউ বা চাঁপে খুব কাঁপে -
রুগ্ন যারা লাইনে হাঁপে ,
নির্জলা, বৃদ্ধ বা বনিতা-
শিশু নিয়ে কোঁখে মাতা -
অর্থের পায় না উপায় -
অনেকে আঁচে শেষ হয় !


এখানে শুধাব কাকে ?
সবাই যে সামনে ঝাঁকে ,
-চল, মাইক হাতে ঐ পত্রকার -
কাম-ধাম নাই, সে যে এখন বেকার ;
-ও-ভাই—ভায়া !
কেন এত ধুঁয়ার মায়া ?
বলো না সবুরে -
তুমি যে আসল খবুরে ?


বলে,-মাইকটা মম প্রতি ঘুরিয়ে -
--“তোমার প্রশ্নটা আগে নেই উঠিয়ে”
ফিস্ ফিস্ করে ঢোক গিলে -
উত্তর দানে ভয়ার্ত গলে !!
“পোড়াতে কালো টাকা-
আগুন ধরায় দেশের এক আঁকা”!!!


(ইং-০৫-১২-২০১৬)
(এখানে-ধুঁয়া মানে সমস্যা, আগুন ধরানো-> আইনজারি )