দম্ভে ভরা যারাা-যারা এই ধরা -
সময়ে তারা হবে যে হারা !
ভরিবে তারা ইতিহাস কারা-
খেদিত হবে না ! মুদ্রিত দৃশ্যে ন্যারা ৷


অতীত গর্ভে জাগ্রত ইতিহাস !
ফুল্লকুসুমিতসম বহিছে সুবাস -
সত্য-ন্যায় সঠিক তার বিচার -
তার অরি , প্রতিদ্বন্দ্বী অসত্য আচার ৷


ইতিহাস উন্মুক্ত রাখে সদা তার দ্বার ,
এভাবে কত যে চরিত্র পায় উদ্ধার !
অতীত গর্ভে জাগ্রত ঈতিহাস !
সাবধানে পুঃনপুঃন দানে ,তার আভাস ৷


এক মহান, তুঘলক !
লোকে কত না তুলো ধোনে তাকে অমুলক ৷
যদিও দেশের কাজে ছিল তার সুমতি !
ঘোরেনি কালচক্র তার শুভ তার গতি- ৷


ভবিষ্যৎ সুপথ, ছিল না ঠিকানা -
নিত্য-নবতে ধরিত শুধু বায়না !
সে অকাজে থাকিত মজে পরপর নানা -
ইতিহাসে ভরে আছে তার তরে পন্না ৷


সে শুনিত না কারোর উপদেশ কথা -
সে যে বাদশা ! তাই হয় একছ্ত্র- নেতা -
সে হুকুম হাঁকে চারিদিকে, “বাজনা বাজা” !
সে নাম কেনে, খামখেয়ালী রাজা ৷


ভালটাতে- দেশের , কেন্দ্র স্থলে -
রাজধানী স্থানান্তর, করার মূলে ,
সময় ও অর্থ অজস্র ভাসায় জলে !
পয়সা বাঁচানোর মহা তালে -
“চামড়ার নোট” প্রচারে হালে ,
এভাবে, দুঃখসখা জোটে কপালে !


দেশ জয়ের মোহতে মেতে -
কাজ হয় না হাতে-নাতে ,
প্রচুর সেনা পুষে-পুষে -
রাজকোষ শূন্য এক-নিমেষে !


এভাবে পরিণাম তার, সব কর্ম -
হয়ে দাঁড়ায় সাংঘাতিক, অপকর্ম -
অতীত খাতায় তার নাম যে ওঠে !
“নোট বন্দিতে,” তা ! না হয় বটে !!!


(ইং-০৬-১২-২০১৬)
ন্যারা > সুন্দর , (হিন্দী শব্দ ন্যারা )
বাজনা বাজা > জোরালো আদেশ ৷