হে মহামহিম, রাজন !
জানা নেই তব ন্যায্য স্তবন ,
তবু বেল পাতা, ফুল জলে করি অর্চনা ;
অধিক অর্পণে দিও, যাতনার করুণা !


যেন ঐ কারার জামাতারে
সাথে করে হাতে টাকা ধরে -
কাবুলে সসম্মানে দিলে ছেড়ে !
তোমার ভগিনী মুন্ডন সারে ,
পেয়াদা নিয়ে হেলি কাপ্টারে !
রাজগদি অভিষেকে, ত্রিপতিতে –
রাজ কোষ উজাড়ো- অতি খুশীতে !
                  
গঙ্গার অপবিত্র দূরী করণ- তার দেখা -
শুভ কাজে কোটিতে বাজেট রাখা ৷
এখন তব নিয়ম -যারা মানে হরদম -
তারা নিরীহ -তাই, শেষ করো দম ৷


নিজ পাওনা তাতেও করো মানা -
শেষ পরিণতি ছিল না তার জানা !
সে জানিত নীতি -সুফলা করিত ক্ষিতি-
নিজ আয়ে জীবন কাটায়- ছিল না ভীতি ৷


তব আদর্শ করুণায় ! কত বর্বাদ হয় -
বাঘ ছাগল গরু- এক ঘাটে জল খায় !
অভুক্ত শিশুর রাত কাটে -কান্নায় !
সাপ বেজী, গাধা ঘোড়া- পায় সম্মান -
আর নোটের লাইনে যারা দিল প্রাণ ?
হেথায় অভাগার হয় না ত্রাণ !
তুমি না কি -দুর্নীতি দূরী করণ -
সমস্ত জীবন করিয়াছ সমর্পণ ?


হয়ে সদয়, দু’লক্ষ মুদ্রা দানে -
ঐ এগারো জনকে, বড়ো দুর্দিনে !
তুব বলি ধন্য ! উটের মুখে দেয় জিরা -
য়ুপীর ভ্রাতা, নামে ? সমাজবাদী তারা ৷


(ইং-২৪-১২-২০১৬)
(লাইনে মৃত, য়ুপী-এর, প্রত্যেকে দু’লক্ষ টাকা তারা পাবে ৷)