অত্যাচারীর অবশেষ-
তাকে বলে আত্মা !
মরার পরও যায় না -
চায় পুঃন সত্তা !
সে হয় মহা ভূত-
পেয়ে বসে বেজায় শেষে, জুত ৷
এবার দেখ তার পাত্রতা ,
ভোটে কে কতো খোলে খাতা ?


পাঁচ প্রদেশে ভোট-
ভরসা গোলমেলে সব মোট-
যতোই বাঁধ না জোট ?
সবার মনেতে খটকা,
বন্দিটাই যেন খোট !
প্রচারকের বন্দ মুখ-ঠোঁট ;
ঘাম কপালে ঝরে, ফোঁট-ফোঁট !


জন সাগরে তারা বুক ফুলিয়ে -
পার পায় না নৌকা আর বেয়ে ৷
সুতায় বাঁধা তলোয়ার-
তারা দেখছে তার ধার !
নিজের দিকে ঝুঁকে বরাবর ,
বুঝিয়ে সে বোঝে,
এ যে করা খবরদার !!
বুনো ওল যেন গলেতে তাহার ৷


দেশ আর দেশ নয়-
মেতেছে নব নেশায়,
পাল ছেঁড়া নৌকা-
অজানা ভেসে যায় !
খবর নেওয়াটা বৃথা-
ভেসে যায় যাক না !
তারে, কে করিছে মানা ?.
তবু নোট বন্দিটাই সেয়ানা !!...


(ইং-০৮-০১-২০১৭)