টাকা কালোটা আসিতে শেষ বাকি-
মাত্র পঁচাত্তর হাজার কোটি সেকী !
তবে আর হয়তো গেছে নেপাল,ভূটান-
মালদ্বীপ, বিদেশ, পাড়ি দিয়েছে সটান ৷
যদি আসে তবে কালো কোথায় ?
এ রকম ভাবিনি কক্ষনো মাথায় !
নোটেরা দিয়েছে মহা ধোঁকা -
পেয়েছো মোরে ! কাঁচা খোকা ?


এ,আই,এম,ও, বলে, শীঘ্র এই দেশ ,
রসাতলে অবশ্য যাবে বেশ !
আগামী আসছে মার্চ মাসে -
অভাবে প্রায় যাবে ভেসে !
ষাট প্রতিশত রোজগার হবে কম ,
পঞ্চান্ন প্রতিশত রাজস্ব হবে খতম !
দুই প্রতিশত গ্রোথ শেষ -
নীরো বাঁশি বাজায় অশেষ !
আঠ লক্ষকোটি টাকা ছারখার-
আবার বিদেশে মাঙ উধার ?
এ তো কর্তার গুড়ে বালি -
কি করে খেলে এবার লাভের হোলি !


ভাঙা নৈচে তামাক টানি -
তেল নাই শুকনো ঘানি -
চক্ষে দেখি সর্ষে ফুল -
বলে বেড়ায়, বেজায় ঠাণ্ডা কুল !
চিড়ে ভেজে না- চাই পানি-
আমি কী অত্ত সব জানি ?
আমি শুধু রজনীর তারা গুনি !!!....
(ইং-১০-০১-২০১৭)
এ,আই,এম,ও,  >.অল ইণ্ডিয়া ম্যানুফ্যাকচারীং
অর্গানাইজেসন ৷  নৈচে> হুঁকোর নলিচা, Cool > ঠাণ্ডা
গ্রোথ > D-G-P