যুদ্ধ,ভূকম্প,খরা, বন্যা, ঝড়-
এসবে প্রকৃতি শিখায় বারবার -
বিপর্যয় ভরা যে ঐ সময় ,
তখন জীবন রয় মুমূর্ষু প্রায়-
কারোর হতে পারে না সুসময় !


তারা দুর্যোগ, ভরে দেয় উপায় -
দম্ভ ! কলুষতা ! করিতে জয় ৷
নিঃস্ব,সর্বহারা, ক্ষুধিত, যারা-যারা -
ক্ষণটা সুগভীর যাতনায় থাকে ভরা ,
কী নিদারুন !সকরুণ, কুক্ষণ তখন-
হৃদয় গভীরে ভাবনা করিয়া মন্থন-
বাস্তব জ্ঞানোদয় ! দুঃখে থেকে মন ,
স্থানে, প্রাণে,চির সততার আসন ৷


জনতা দেখেছে ,অন্নের হাহাকার -
তারা লঙ্ঘিয়াছে, বিপদ আরপার ,
দুঃখ সাগর ,অসীম যাতনার-
তীব্র বেদনা করিয়া পার-
সর্বান্তে প্রাণে পায় নিস্তার !


সুযোগে হয় তারা সত্যমানুষ –
জীবিত প্রাণে ,কতনা পুঃন খুশ !
বোঝে শোকতাপ, গ্রীষ্ম-বর্ষা-পৌষ -
নিষ্ফলা ! হারালে সে অতীত হুঁশ ৷
পেয়েও হাতে অমূল্য জ্ঞানহীরা !
কাঁদায় সেথা,রয়ে শূন্য ঘড়া !!


(ইং-২৮-১২-২০১৬)