আরাধণায়, নেতা প্রার্থনায় যাচে -
হাস্যে-লাস্যে ঘর -
হে প্রভু, দানো বর ,
রাখিও মঙ্গলে, সমাজ মাঝে ।


প্রভু, অবনত মস্তক তব চরণে ,
রেখ খোলা অপার
আমার বুদ্ধির দ্বার ;
ভুলে, বন্দ করো না আচরণে ।


অসীম তব দয়া, করুণায় ভরা -
আমি পূজি কাতরে ,
আদরে, বারেবারে ;
আশাহত করো না পথ- হারা ।


তুমি সসাগরা, মমতায় সীমাহীনে ,
একমনে ডাকি তোমা
সবদোষ করো ক্ষমা ,
পাতা নড়ে না যে- তোমা বিনে ।


নিও না সেবকের অবুঝ ধৃষ্টতা -
গরীবে ভরো মুর্খতা ,
নিঃস্বে আনো দীনতা ;
মম আসন কর, সদা দৃঢ় স্থিরতা ।


দুখীর প্রতি না হই যেন দয়াবান ,
গরীবে না দেই ঠাঁই ,
আর্তে খাতির নাই ;
হে প্রভু, করিও মোরে ভগ্যবান ।


(ইং-২২-০৪-২০১৮)-ব্যাঙ্গলোর