পুরাতনকে রেখে
যেতে হবেই নূতন বছরে
হাজার চেষ্টায়ও অধরা
যাব তাকে পেছনে ছেড়ে ;
না যায় সাথে অকাজের জঞ্জাল
আর কি বা সাথে নেব পাথেয়-সম্বল
স্মৃতি, অভিজ্ঞতা, সেসব শুভফল ।


শরীর স্বাস্থ্য ,সম্পদ- অর্থকড়ি
শেষ বারে শেষে ছাড়তে হবে সবারি ।
তবু সে চাহিদায় খুব মানায়--বাঁচার
কিছু ত্যাগ-সেবা আর পরোপকার
মনে হয় স্মৃতি পিছে রয় সবার ,
এ অমূল্য সম্পদই জীবন সার ।


জাগ্রত জ্ঞান-বুদ্ধি-বিবেক শুভভাবনার
কাজে আসুক তার মিত্য-নৈমিত্তিকতার
একান্ত কামনা কায়মনোবাক্যে
মধুময় হোক এ জীবন
মধুর ব্যবহারিক বোলচাল শব্দে ।


(৩০-১২-২০২২)