বিচিত্র দুনিয়া, বৈচিত্রময় পরিবেশ
কেহ চরম ভূখা , খাটতে হয় অশেষ ,
কেহ লোক চরিয়ে মহান মালামাল
নানান সৎ-অসতের ব্যবসায় লাল !
সব করে কিন্তু মানুষ ফাঁকে দেয় দোষ
কপালের ফের ,যতো দোষ নন্দঘোষ ।


শান্তি-ভালোবাসা সবাই করে আশা
ত্যাগ, পরিশ্রমে চেষ্টা তবু ভরা হতাশা ,
জোয়ার বুঝে তরি বাওয়া জীবন
কতর ভাগ্য সদয় সুখে রয় নিমগন ।


জীবন যুদ্ধে ঝালাপালা, মাস-বছর যায়
সুখ-শান্তি সহ-অবস্থান সবে মঙ্গল চায় ।
কর্তা-কারক ,ধর্ম ধারক-ত্যাগী সাধক -
মিনতি, তাঁরা মানবতায় উদার হোক ।


(৩০-১২-২০২২)
সমস্ত আসরের শ্রদ্ধেয় প্রবুদ্ধ প্রিয়কবিদের প্রতি হার্দিক প্রেমপূর্ণ  ইং- নববর্ষের শতসহস্র শুভকামনা, অভিনন্দন রহিল , সবার মঙ্গল কামনা করি ।