মানুষকে ঠেকাতে মানুষ গড়ে
চীনের মহা প্রাচীর ,
এই মানুষই, বাংকার খোঁড়ে
মানুষ মারার রীতির ।
মাইন পাতে সীমানা জুড়ে
উড়াবে মানব জান ,
বিষের আড়ম্বর নভ জলে
নিঃশেষিতে পরাণ ।
দেশ ভাগ- জ্ঞাতি ভাগ
খন্ড- ভিটে মাটি ,
মানুষ ভাবে এই প্রথাটাই
চিরতরে খাঁটি !
আপসে দ্বন্দ্ব, গায়ের জোর
আরো পেশীবল ,
আহ্লাদে মন আঠখানা
ধারণা অতি চল ।
কোথায় পেল শিক্ষা এসব
সেই না আদিকাল ,
বয়ে চলে মানুষ মাথায়
এখনো জঞ্জাল ।


(ইং-১৯-১১-২০১৯)