নেতার গঠন, চরিত্র হবে মস্ত ,
চাই সময় অনুসার প্রতিনিধি চোস্ত-দুরস্ত ।
বেশ মাতাল, মাস্তান-দাগী ,
গাজন আসরে প্রসাদে হবে সহভাগী ;
গরীবের উপর দেখাবে মেজাজ -
একটু এদিক-ওদিক অর্থ মারায় ওস্তাদ !
মঞ্চে- ফাও কথায় ছোটায় ফুলঝুরি ,
জনতার পছন্দ যেন আজ,-আহাঃমরি !

দেশে গরীব হলে অপার
সেমত সুন্দর জননেতা গড়ে ভরমার ;
সর্ব অঞ্চলের কোণে কোণে
খুব দেশময় আদর সে নেতার
ভোট কালে ঝোলা ভরে জনে জনে ।

(২১-০৫-২০২১)
( "ভরমার" , হিন্দী শব্দ >  প্রচুর , খুব বেশী ।)