সুখের নিদ্রা মাচার পরে, শুদ্ধবাতাস পেয়ে
মনোমত যাপিত জীবন পদ-গরীমা নিয়ে ,
কোথা জল কোথা খল, কার খবর কে রাখে -
ধামা, ডোল সবই ভরি যা মেলে মোর ভাগে ।


এমন মজার যুগটি কখন কার ভাগ্যে জোটে ,
কে না চায় সুখী জীবন, কাজটি নয় মোটে ।
কে দেখেছে এমন সুখ কার জনম কালে ?
সুর-বাহারে, হেঁকে-ডেকে দিব্যি যায় চলে ।


পথেঘাটে সেলাম ঠোঁকে, হাতজোড়ে- কত
গৃহদ্বারে লাইন দিয়ে কাকুতি জানায় শত ।
বসন্তের কোকিল ফিকে পড়ে,কহুকুহু রব ,
যেদিন হতে চাঙে উঠি, ফোটে যে গৌরব ।


(ইং-২১-০৭-২০১৯)