সমাজ সংসার ভাবগতিক মহত্ত্ব
মনুষ্য জীবনধারায় কর্মই যতো ,
মানুষে আপনত্ব প্রেমপ্রীতি ভাব
অকৃপণ হৃদ্যতা মধুর স্বভাব ।


চিরকাম্য শান্তির পূর্তিতে মনোরথ ,
মানুষ অহরহ সুখ খোঁজে অগাধ ।
যদি পথে পায়, পরিত্রাণে আলো ,
কেন ভালোবাসিবে না তা’ ভাল ?
হ্যাঁ, ছল-আলেয়ার নিরবধি কাজ
সে চায় না উত্থানে সুচারু সমাজ ।


প্রতি কাজে বিচক্ষন-জ্ঞানী মানব
কেন আচরণে শোভিবে দানব ?
এখনো হয়নি উদাহ ধরার সুদিন ,
ত্যাগধর্মে হও ব্রতী, নবীন প্রবীণ ।


(ইং-০৯-০৯-২০১৯)