মানুষ মাত্রই জ্ঞানের যেন মান
নিজেকে ভাবা বড়ো বুদ্ধিমান ;
তাই যদি অকাট্য সত্য হবে ,
কেন এত ধ্বংসলীলা- ভবে ?


কাজে মাত্র সম্পদ আহরণ
তায় হতদরিদ্র, নির্মম শোষণ !
মানব মানবকেই দেয় ফাঁকি,
চেয়ে দেখ একবার সে পাখী
মিলেমিশে-চঞ্চলে ভরা তরুশাখী ।


কেবল মানুষ মানে ঐশ্বরিক প্রথা
একদিকে মানুষে মেলে ধর্মে-সততা ,
পুনঃ, মানুষ পোষে মানুষেই শত্রুতা ।


(০৬-০১-২০২২)