এক ছাগীর তিনটি বাচ্চা -
দুগ্ধে তাদের বাঁচা সেথায় ,
দু’টিই বাণ, দু’টো চোষে
একটি অভাবে, লাফায় !


ঈশ্বর সৃষ্ট সমস্যা যখন
কি আছে করার তাতে !
মানুষ আবার মেধাগুণে
উজালা করছে রাতে ।


একদিকে দাঁড়িয়ে বিজ্ঞান
অপরদিকে মহান ঈশ্বর ,
দুয়ের মাঝে কে সর্বেশ্বর
কেন জাগে মনে সংশয় ?


এখানে, করার কিছু নাই ;
মেনে নেই, এমনি হয় সদাই -
মিথ্যা বোঝা টানা অপবাদ
এসো, বিজ্ঞান দেই বাদ ।
ভবিষ্যৎ জানার ,
সে তৃতীয় ছানার –
জীবনকে নিয়ে, দয়া-মায়া করি ত্যাগ ।


(২৬-০১-২০২৪)
বাণ > বাঁট, স্তন ।