হীরার চেহারা, উজ্জ্বল রং
গায়ে ধরে না মাটি ,
পবিত্র ও উত্তম আহার
সাদা রং, দুধও খাঁটী ।


মানুষ কত না রূপ ধরে
চাহিদায় স্বভাব মত ।
চেষ্টা সামর্থ চালায় আপ্রাণ
সাজগোঁজে শ্রীরূপ কত ।


এক ছিল দস্যু রত্নাকর
মানুষ মারে সে শত
হত্যালীলায় হয় না পিছু
জল্লাদী দোষ যতো ।


মস্তকে, শিঁংযুক্ত মুকুট ,
গলায় হাড়ের মালা
দু’হাতে দু’ তলোয়ার ধরা
তার লুটপাট মাত্র খেলা ।


বেশভূষায় বোঝা যায়
স্বভাব- চরিত্র -আচার
অনেক সময় ধোঁকা হয়
কমজোর হলে বিচার ।


(১৬-১১-২০২০)