সরল, কোমল, সে বলির পাঁঠা ,
সহজে সম্ভব, জবাই-কাটা !
সমাজে আনন্দঘন, এর চল -
সারো কম্মো, সপাট, বিনাজল !


আচারে, ধর্মকর্মে, বাধা নাই -
সভ্য দেশের অবস্থা ও তাই !
পাঁঠা, মাথায় কাটো বা লেজে ,
রূপে, সাধু বা জল্লাদ সেজে !


ধরো মারো, করো, হাঁড়গুঁড়ো ,
টু-শব্দটি করিবেনা- বড়ো !
সদেচ্ছায় লাগেনা বিশেষ বল -
দেশে রকমারি সস্তা চল ।


অভাগা অস্থির, লক্ষ বেচারা -
স্বাধীন দেশে, বাড়ীঘর ছাড়া !  
ন্যায়ের আলয় আদর্শ বিচারালয় ,
স্বভাবে অপরাগ, গরীব ভালয় !


এ যে স্বতঃসিদ্ধ ! ধর্মে বলি চড়া ,
বিরোধে কে করে !মস্তক নেড়া ?


(ইং-১৭-১১-২০১৭)