মহতের সে মহান আকাঙ্ক্ষা ,
দেশের প্রতি নিয়ে সে শিক্ষা -
দেখি, অটুট আঠারোর যুবক -
ত্যাগেন, আজীবন সুখ ভোগ !
সততায়-অকুতোভয়, দীপ্তময় ,
প্রবল ইচ্ছা দেশ-স্বাধীনতায় ।


যার সীমায় ডোবে না সূর্য ,
যার প্রতাপে থরহরি মর্ত্য !
নিজ বোমায়, যা’, সদ্যজাত ,
তাকে চায় করিতে আঘাত !


আশ্চর্য্য ! কি ধাতুর গড়া মন ,
ভাবি তাঁর ধৈর্য, সহ্যশক্তি-পণ !
সে দেশমাতার কন্ঠহার,-রতন !
এ যে মহান, ধন্য তাঁর জীবন ।


মর্ত্যভূমে হেরি মাথাচাড়া অরি ,
আজি প্রয়োজন তোমামত তারি ।
হে বীর, আদরে হৃদয়ে- স্মরি -
বারেবারে ঝড়তুলে এসো ফিরি !


(ইং-১১-০৮-২০১৮)
মহান শহিদ ক্ষুদিরামের বলিদান দিবস, ইং-১১-আগস্ট ১৯০৮ .
তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ।