পুরীর রথ, ধনীরা কম টানে !
দাঁড়ায় দড়ির দু´ধারে কাতারে ,গরীব ;
কেউ সখ করে যদি, রথকে মানে -
তার হৃদয় গরীব ! অতি করিব-করিব ;
আর টানে, যারা বেজায় সরিফ ৷


কেন ? ধর্মরথ নিয়ে টানাটানি !
তবু ভা’য়ে-ভা’য়ে ,এতো হানাহানি ?
তীক্ষ্ণ, রক্তরঞ্জিত উদ্ধত দৃঢ় খড়্গ-
ধ্বংস প্রাণক্ষয়ী , যতো অহং গর্ব ,
রুধির পিপাসিত লেলিহান সর্প ফণা -
যমদূতসম প্রতিনিয়ত দুয়ারে হানা -
হিমালয় গ্লেসিয়ার গলা তুষার কণা ;
ভরা সাগরসমা, নয়নজল কান্না !
তবু সিক্ত হয়না, কঠোর মানব হৃদয়-
কিসের যেন করিতে চায় বৃথা জয় !
তাই প্রতি ক্ষণ আদরে ওরা -
ধর্মরথ টানে নিয়ে দড়ি দড়া ৷


পথ দেখায় ঐ মহান কার্লমার্ক্স ,
তবু মেটে নাই মনের অবুঝ আশ ;
মাত্র শুধু দু’টি কথা, “ধর্ম আফিম” ,
যদিও মনে হয় উপরে তেতো নিম !
তবু বলেন, -কক্ষনো দুঃখীর ওটা -
ভুলেও ওর থেকে, কেড়ে নিও না-
অন্ধের যষ্ঠীসমা ধর্ম ,মনোপ্রাণে মানা
আবহমান কাল অভাবে , এটা পাওনা -
সর্বহারা সর্বদা ভোগে, অজস্র যাতনা ;
শুধু ঐ ভরসায় তো, বাঁচাটা জানা !
কেড়ে নিলে হৃদয় হবে শূন্য, হিম -
জানিও- ধর্মটা, মস্তবড়ো আফিম !


নিজ দোষ ক্ষয়ে, আস্থার আশায় –
অজানা ভাবনায়, সারা জীবন বয় ;
উপায় ধরি হ’তে, বিনয়ী আর নরম -
তাই পদে পদে সারি, ধরম করম !!....


(ইং-০৫-০৫-২০১৭)
করিব > নিকটে , সরিফ >আস্থাবান ৷


(কার্লমার্ক্স এর জন্ম দিবস স্মরণে,
মহান দার্শনিক, অতিরিক্ত মূল্যের
নিয়ম প্রবর্তক, পুঁজির কার্য , দ্বন্দ্বাত্মক
ভৌতিকবাদের ব্যাখ্যা, কর্তাধর্তা )
(জন্ম দিবস, ইং-0৫-0৫-১৮১৮)