সে যে কষ্ট দায়িনী অবিরত
তিলে তিলে পোষা-
-ভাবনা যত ;
তুমি এক সুশিক্ষিত কলমযোদ্ধা
ঘাড় বাঁধিয়েছো, ভারী জোয়াল
রক্তাক্ত আভা ভরা মুখমন্ডল ;
মনে রেখে শুদ্ধতা -
টানছো জনহিতে অসীম বাঁধা ।


একটু ভাব ,সমাজে ঘুলো না বিষ !
সমাজ মাতৃসমা তার জঠরে
কত কত পালে-পোষে, আদরে ,
লেখায় রেখ ধর্মমান, -অহর্নিশ ;
ভাবনা রেখ অন্তরে
কথা সব হবে সাম্যমন্ত্রে--
জাগুক ইনসান ,
বিশ্ব মঙ্গলে হবে তার স্থান ।


কেন হয় না জীবন সম্বল
লেখক কি বধির অন্ধ খোঁড়া -
কেন দেয় না কলমে সাড়া ?
লেখায় মন হবে মানবতার জয়গান ,
সুসভ্য সভ্যতায় জাগুক পরাণ ।


(২০-০১-২০২৪)