মন যাহার পাথর, রুক্ষ ,নিথর !
একক বিচার জড়িত সে মনঃপাথর ৷
দৃঢ়, অক্ষয়-অপরিবর্তন, অটল ,
আচ্ছন্ন চতুর্দিকে এই ধরাতল !


পেয়ে,ঝড় বর্ষা, শীত তাপ প্রখর ,
খরস্রোতে ক্ষয় হয়, কঠিন পাথর ৷
গুণ-ধর্ম ,আয়তনে হয় সে বিলীন ,
এ মনঃশিলা ঘর্ষণে হয়না ক্ষীণ !


প্রস্তর, বালুতে হয় একদা রূপায়িত ,
মনঃপাথর চিরদিন রয় অক্ষত !
প্রকৃতির শতাঘাতে গলে যে পাথর ,
কশাঘাতে মনঃশিলা রয় অকাতর ৷


পাথর সে প্রাণহীন, ক্ষণস্থায়ী -
সে নয় অমর, চিরজীবন জয়ী ,
পাথর মূক বধির, অজ্ঞ সে অধম -
সময়ে মান্য করে অস্থান ধরম ৷


বুকের মনঃশিলা, জগদ্দল পাথর ,
হিতাহিতে রাখে না- ব্যাপক খবর !
তার উত্থানে ভরিলে হৃদয়-ঘর -
জীবন হয় একতঃ, সীমিত নড়চড় !


(ইং-১০-০৯-২০১৭)
মনঃশিলা > মন রূপ শিলা , পাথর
একতঃ > এক দিকে, এক পক্ষে ৷