মানবের মনের মান্যতা শান্তি স্থিরতা ,
কত আরাধনা, শোনা, উপদেশ কথা ।
আজো হিংসা, নারী পুরুষ ভেদাভেদ ,
সমাজে জমে অমানুষিক ঘৃণিত ক্লেদ !


দুর্যোগে সংসারে মেলে সুহৃদ জন ,
তাঁরা অভয় বিদ্বেষ জয়ে, তুচ্ছ প্লাবন ।
বিশ্বশ্রেষ্ঠ ছ’শত বিশকিমি নারী শৃঙ্খলা ,
বিরোধে দাঁড়িয়ে প্রাঙ্গনে, সবরী মলা !
তিরিশ লক্ষ মহিলার মুষ্টিবদ্ধ হুঙ্কার -
চাই মন্দিরে দেব-দর্শন, অধিকার ।


কত রক্তক্ষয়ে পথ করা হয় প্রশস্ত ,
আর না অত্যাচারীর কাছে মাথা নতঃ।
জাগো নারী জাগো, বিশ্ব উজ্জ্বল ,
উন্নত সভ্য জগৎ , চাও শুভফল ।


(ইং-০২-০১-২০১৯)
*-কেরলে “সবরী মলা” মন্দিরে প্রবেশের অধিকার নিয়ে ৬২০-কিমি বিশ্বশ্রেষ্ঠ, ( মানব শৃঙ্খলা )- ৩০- লক্ষ নারীদের দ্বারা সংঘটিত হয়, ০১-০১-২০১৯-তারিখে  ।
*-সাভার > ”হিন্দী পত্রিকা (০২-০১-২০১৯) ভোপাল । ম০প্র০ ।