কিছুর সৃষ্টি হলে, তার লয় ও আছে
এক মাত্র জীবই খেয়ে-পরে বাঁচে ,
জড় সেও বাড়ে কমে, বাঁধে না ঘর
তার স্থান চিরস্থির না ,আছে নড়চড় ।


কিছু প্রাণী বাঁচে, প্রকৃতির ’পর নির্ভর ,
কটাদিন জীবন ভোগ সুখে ,তৃপ্তিকর ।
তার বংশ লোপ বা অস্তিত্ব- সমাপ্ত
তারা এ নিয়ে মনে পোষে না ক্ষত ।


মানুষ, প্রকৃতি করেছে অনেকটা জয় ,
প্রলয়-দুর্যোগেও থাকে অটল নির্ভয় ।
বিভিন্ন ধর্ম দ্বন্দ্বে, জাতপাতে- বাটি
চিরস্থায়ীর হকদার নয় এ কালে খাঁটী ,
তবু চিরতরে চায় না বির্বাপিতে জীবন -
তাই তো মানুষ, প্রেম ভাবোবাসায় মন ।


(ইং-২৫-০৭-২০২০)
*বাটি > বিভিন্ন শ্রেণীতে বিভক্ত, *হকদার > অধিকার ।