একছত্র শঠতায়, ধন-বল-জ্ঞান ,
উদার নীতিকথার তুচ্ছ সম্মান ।
চাহিদা, লোভের, বড়ো বাড় -
ঘটে নৈতিক পতন- অপার ।


করে জটিল বিষয় স্বার্থে মসৃণ ,
জনহিতকারী বিচার সব ক্ষীণ ।
কথার প্রলেপে, ব্যবহার মধুর -
ছলনা স্বার্থের ধার যেন ক্ষুর ।


অখাদ্যরে প্রচারে যেন সুস্বাদু ,
কথা বলার ধরণ, মুখে মিষ্টমধু ।
ভাষা- ভাব- বাণী, সুকন্ঠী তার ,
ভরা মিথ্যা, নেই সত্য আধার ।


একরোখা কর্ম, সদা তার আঁচ ,
স্বরূপে যেন পাই, স্ক্রূ মত প্যাঁচ ।
তর্কে এঁটে ওঠা বড়োদায়, হায় !
বাধ্য শেষ কালে সায় মান্যতায় ।


(ইং- ০৪-০৫-২০১৮)
*-কাব্য সার >  প্রতি ভোট কালের আগে, নেতার প্রচার, তার স্বরূপ ।