ওঁরা, ভদ্র-সভ্য, দেশের মাঝি
ভোটের আগে ভীষণ কাজী
অদ্ভুত নেতার রণ কৌশল
ভাষণে মুখে থাকে না আগল ।


সত্য পরাস্ত , ভোটের ধারায়
মিথ্যার ফুলঝুরি কথায় কথায় ।
অবুঝের দৃষ্টি, ঝুলানো মূলো ,
হজম না হলে, কানে তুলো ।


ওঁরা অভিজ্ঞ, ভোটের মহড়া
জানে না তারা, কথায় হারা
স্বার্থসিদ্ধিতে , কুৎসারে যতন
সব দোষ মাপ প্রচার যখন ।
উঠতি পিঁড়ি ,গোলক ধাঁধাঁয়
এভাবে সংস্কৃতি যাচ্ছে গোল্লায় ।


(০২-০৪-২০২১)
উঠতি পিঁড়ি > আগের প্রজন্ম ।