বণিকের হাতে উঠিলে শাসন দণ্ড
দৃষ্টিগোচর, শাসন-প্রশাসন হাবভাব
মুখ্যরূপে প্রতিফলন, শোষণ স্বভাব ,
তার লাভের মান- একমাত্র কর্মকাণ্ড ।


ভারতে ইংরেজ আগামন ও শাসন
আগের তরে বলেন শহীদ ভগৎ সিং -
অসম্ভব ফেরা ভূভারতে- শুভদিন ,
পোষণ, কালা বা গোরা যদি শোষণ মন ।


বণিক চায় না জাগুক দেশ শিক্ষাদীক্ষায় ,
ভুলভুলাইয়ার পথে চালাও জনতা
তারা মেতে থাক নিয়ে আপন আস্থা ,
ভরে ছলচাতুরি , রাজ করে সস্তায় ।


গরীব প্রচণ্ড অভাবে দেশে -ভোগে
সব রকম জ্বালা-যন্ত্রণা তারই ভাগে ,
বণিক হস্ত, দুধেভাতে খুশীতে মস্ত -
অভাবি আর্ত পরাণ, কত অকালে অস্ত ।


(০৯-০৪-২০২২)
মস্ত > জাকজমকে ভরা ।