বৈরীতায় প্রচারটা এমনি জটিল বিষয় !
তার বদৌলতে কত কত মানব মূল্য হয় ক্ষয় ।
আরো যদি ভরে প্রচার
তথাকথিত সমাজের প্রজ্ঞার ,
এ কাজে না মানা হার
রাজা-উজির সেও যদি হয় পক্ষধর ;
সোনায় সোহাগা ,
চমকায় দিনে তারা
জীবন্ত হয়ে ওঠে ভূত ,
এমনি হয় প্রচারে মাতমে তার জুত্ ।


সুনামী ঢল প্রচারেও আসে
লোকজন হাবুডুবু খায়, বিচারে ভেসে
প্রচারক সে রয় দৃঢ় বলে -
জানে, লোক পড়েছে এবার কলে ,
এ দৃশ্য দেখে সে সদা হাসে !!


(২০-০১-২০২৪)