কর্ষণ কাজে মহোপকারী, সবক’টা ঋতুকাল ,
উত্তেজনাশক্তি নির্মূল করে, বানাই তারে বলদ ,
বাসই, গরুরগাড়ী , ঘাড়ে তার লাঙল জোয়াল -
আমৃত্যু বোঝা বয় কাঁধে , তাকে বলি- নির্বোধ ।


সচরাচর- যে পরোপকারী , তারে খায় বাঘে ,
রেশম দানে ভেড়ার পাল, শীত ভোগে মাঘে ।
প্রতি ধনীর রান্না ঘরে , ইলিশ ভাজার সুবাস
যে যোগায় সরারে মাছ, তার কষ্টে কাটে মাস ।


কত আশা জীবন ভরা, এ মনুষ্য জীবন পেয়ে
সন্তানাদি মানুষ করে, সব ঝড়-ঝামটা সহে ,
অগত্যা বৃদ্ধ বয়সে মাতাপিতা, বৃদ্ধাশ্রমে বাস -
শেষে, কি বা করে , সবই- ভাগ্যের পরিহাস !


(ইং-০৮-০৯-২০২০)
বাসই > জমিতে মই দেওয়া ।