গর্ধব সে তো জন্তু, বোকাগাধা ,
ঘুলিয়ে জল খাবে ।
আছে মান আর হুশ,মানুষে জাদা ,
ওপথে কেন যাবে ?


বানরের হাতে ছুরি, নিজেরে কাটে ,
ঘটে- নকল তরে ;
শিক্ষায় অবোধের জ্ঞানবুদ্ধি- বাড়ে ,
আবার চুরিটা ধরে !


ঘরহীনের জীবন কাটে পথে-ঘাটে ,
বাসার নেইকো দেখা ;
বিজ্ঞরা বোমার আঘাতে আঘাতে ,
গুড়ো করে অট্টালিকা ।


আস্থার কাজ শুদ্ধিতে জনমানস ,
বাড়ে ধর্মের পীঠ ;
শিক্ষায় বিদ্যালয় পিছিয়ে সংখ্যায় !
কোনটা ভাল রীত ?


(ইং-১৫-১১-২০১৮)
#-হিন্দী শব্দ জাদা,> অনেক ।