একজাতি একধর্মী হরিহর একাত্মা
চোর সে সিঁধ কাটে তবু দেবে পাত্তা ,
বাঁশবনে আগুন দেয়, বলে দাবানল
জল ও ঘোলায় যদি, বলে গঙ্গাজল ।


সাদা আর কালোরে করে না ঠাহর
বারবার ঠকে তবু তারে দেবে মোহর ,
বেড়া ভেঙে সব নেয়, দুঃখ না মনে
জানে বাঘ , ভাবে , সে ও পোষ মানে ।


জাতির অশোভন, অনাচার- অত্যাচার  
হজমে জাত মেনে সহ্য ! শান্তভাব তার ,
পথি মাঝে ছিনতাই, সর্বস্ব নিলে কাড়ি
স্বজাতির লোক বলে, তারে দেয় ছাড়ি ।


(ইং-২৬-০২-২০২০)
*- পাত্তা > মান্যতা> আশকারা । ঠাহর > অনুভব ।