বঁড়শি ফেলি, বাঁধে মাছ
কত না মজার এসব কাজ !
লাগে না শিক্ষা কোন মন্তর
জীবন চলে অতি সুন্দর ।
বাদ্যি লাগে না- বাজনা
দিতে হয় না কোন খাজনা ।


এমন সুখের দিবস ছাড়ি
বিদেশ জমাই-সুদূর পাড়ি ,
কাঁধে জোয়াল, বুঝতে পারি
কিভাবে চড়ে উনুনে হাঁড়ি ,
ক্ষুধার জ্বালা, পেটের জন্য
কি ভাবে জোটে দু’টো অন্ন ।


পরশ্রী কাতরতা এননিতেই
নিজের সুখের মতলব নেই ,
স্বার্থের চক্রবাৎ , কাড়াকাড়ি
সুযোগ পেলেই মারামারি ।
‘সুখে থাকতে ভূতে কিলায়’
বাঁচা তবু শান্তির জ্বালায় ।


(ইং-০২-০৭-২০১৯)