এক উইপোকা জলে পড়ে হাবুডুবু খায় ,
সময় থাকতে এক মৌমাছি
তাকে রক্ষা করে এনে ডাঙায়
পাথার তলায় রাখে, ঠাণ্ডা থেকে বাঁচায় ,
ক্ষুধায় কাতর উইপোকাকে মধু এনে খাওয়ায় ।
সুস্থ করে, তারই গাছের নীচে রাখে
সেথা উইপোকা খুব সুখে থাকে ,
ইউপোকা পাড়ে ডিম, বাড়ায় ছা-বাচ্চা
দেখার মত তাদের জীবন ছবি ,
গড়ে সেথা উইয়ের মস্তবড় ঢিপি
দলে তারা ভারি হয় অশেষ ।

একদা মৌ-এর স্বাদ নিয়ে যাদের বাঁচা
আগে ভুলে যায় উপকারীর উপকার
সুযোগে পুরো গাছকে খেয়ে করে ছারখার !

(১৭-০৭-২০২২)