বিশাল প্রকৃতি, সচল নিয়মে ,
সে মুক্ত-স্বাধীন, নিজস্ব ধরমে ।
শোনে না বারণ করমে তার -
কত যে নমুনা ভরা, সংসার !


এদিকে জীব তারাও ধায় -
প্রকৃতির সাথে সমতা ময় ,
যদি ক্ষণে সামান্য পরিবর্তন -
মাত্র ,ভিন্ন তার, বাঁচার ধরণ ।


মানব, তাঁর, রূপটি বিপরীত ,
চায় বাঁচিতে, মন চাহ রীত ;
অগ্রাহ্য ! প্রকৃতিধর্ম, পরমপরা ,
অযোথা সুখলাভে সে আত্মহারা !


ঘরে, কুলার, এসি-তে- শীতল ,
পান করে, ফিল্টার-বিশুদ্ধ জল ;
গদির বিছানায়, নিদ্রায় মিশে -
স্বপ্নে ভরা, ঘনঘোর আবেশে !


অহরহ দেখি অন্যায়ে প্রতিবাদ ,
মনোবাঞ্ছা, সমতার -সাম্যবাদ ।
তবু ! ব্যতিক্রম কিছু মানব মন ,
সমাজে করিছে, ভীষণ শোষণ !


(ইং-০২-০৮-২০১৮)