ডাইনোসরও একদা বিলুপ্ত হয় পৃথিবী থেকে
সেই সাথে আরো কত, কে-কে সমাপ্ত হয় ,
বৈজ্ঞানিক খোঁজে এখনো পাই নি তার জয় ।
কি সাংঘাতিক রূপ ধরে !প্রাকৃতিক বিপর্যয়ে
তারও ইতিহাসে লেখা হয় নি কোন খাতে ,
কি প্রচণ্ড পরিবর্তন ঘটে ঐ সময়ে- ধরাতে ।


এখন মানুষ কিছু স্বাবলম্বী নিজেকে বাঁচাতে
তবু তারই সৃষ্ট পারমাণবিক অস্ত্র ভাণ্ডার -
নিজ কারণে, অকালে, বিশ্বটা চায় সংহার ;
ধীর-শান্ত মনে ভাবনার নেই অবকাশ-
অঘটনের ছবি- অঙ্কুর থেকে, ফুল-ফল ,
অবশ্য ঘটবে ! যে ভাবে বাড়ছে হলাহল ।


(০৮-০৩-২০২২)