অজ্ঞানে, ভাবনা ম্লান, কিছু প্রাণ -
চায় না বাঁচায়, নাগপাশে পরিত্রাণ !
তারা যে বড্ডো পরশ্রীকাতর ,
বোঝে ভালবাসা আপন স্বার্থর !


লোভাতুর, রচে অদৃশ্য জাল -
রাতোরাত হতে চায় মালামাল !
প্রতিদ্বন্দ্বীর উত্তম- সদগুণাগুণ ,
হট-ধর্মে ভাবে, তুচ্ছ অপগুণ !


যদি শ্রবণে সে স্বর, কর্ণকুহরে ,
সে স্বার্থী, বিষম জ্বালায় পড়ে !
’পর সুখ্যাতির তরে- তিক্ততা ,
লিপ্ত, ষড়যন্ত্রে, ক্ষতির প্রথা !


সে গৃহভরা সুখ যেন উবে যায় -
শুধু অকারণ পোষে মনে সংশয় !
অসহ্যে, অদেখা আগের- অহিত ,
ভাবনা, কর্ম, সুকাজের-বিপরীত ।


(ইং-৩১-০৮-২০১৮)