পাখীরা নানা জাতির নানা ধর্মের
বাসা ও নানা ধরণ-নানা বরণের ,
অনেকে বাঁধে না বাসা, দরকারে তাই
গাছে জলে কাল কাটায় বাঁচায় সদাই ।


মানব বর্ণে নানা, জাত আবার অনেক ,
বসবাসের ধরণ-ধারণ রূপেতে যতেক ।
পরিবার পরিজনে চায় এক বাসা
বাসা যেন হয় তার মনোমত খাসা ,
বস্তি ,ঝোঁপড়ী , কুড়ে- এ ভূবন জুড়ে
কাঁচা-পাকা, দালান-মহল, আছে ভরে ।


আবার ছাদহীন মাঠ বা মুক্ত আকাশ
হাজারে লক্ষ জীবন কাটায় বারোমাস ।
পাখীর ক্ষমতা কম তবু শিল্পী সে বাবুই-
মানুষের অগাধ বুদ্ধি, তবু বাস- ভূঁই ।


(ইং-০৭-০৭-২০২০)