পৌষান্তে মাঘ আসে, -
পরিবর্তন বতাসে ,
ক্ষুদ্র-ক্ষুদ্র শিশির- গুণধর
তারা যেন বেখবর ।
প্রত্যুষে কুণ্ঠিত পাখী সব-
করে না তারা কলরব ,
ধূমায়িত দিগচক্রবাল,
স্বচ্ছ নয় সকাল ।
সে আদুরে সুখেরা ঘরে
নেই মোড়া সুখচাদরে ,
ঘনিয়ে অন্ধকারে বিকাল-
দেখি সামনে আকাল ,
পাই না শীতল বাতাস
অশুভ ভরা আভাস ,
উষ্ণতা বাড়ে-
পারা, ধাপে-ধাপে চড়ে ।


রজতসম শিশির কণা-
হয় না আনাগোনা ।
বিটপী, কিশলয়-
তারা চিন্তিত ভাবনায় ,
সাধনায় সাধক-
বাড়ে চিন্তা যাহাতক ।
একি !ধূলি-বালির ঝড় –
ঘিরে নভ ’পর ।
সময় কি সমীপ-
নিভিবে কী জীবন দীপ ?
নেই জলকণার আমেজ-
প্রবাহ সে শিশির সতেজ ,
ঐ ক্ষুদ্র বারি বিন্দু-
রচনা করে মহাসিন্দু ,
চাই, সসাগরার বুকে-
শিশির নামুক সুখে ।


(ইং-০৫-০২-২০১৯)