শ্রীলঙ্কা, যাকে রাবণ রূপ দেয় স্বর্ণলঙ্কা
আজ কি তার হস্র !
মানুষ কাঙাল, তারা বিদ্রোহী, জনসুবিধা অমিল
খাবার নিয়ে পরমুখাপেক্ষী হন্যে হয়ে ঘোরে ,
জনতা , রাষ্ট্রপতি ভবন ঘিরে
কি এর সমাধান ? রাষ্টপতি পালায় অট্টালিকা ছেড়ে !

অপটু পরিচালক দেশের নিলে ভার
প্রধান মন্ত্রীর ঘরও জ্বলে একারার
ক্ষুধার রাজ্যে এমত দৃশ্য গড়ে চারিধার ,
অভাবী জনতা বুক চাপড়ায় , করে হাহাকার !

প্রতি জনতার হ’তে হবে সজাগ
সময় থাকতে রুখে দাঁড়াও , অন্যায়ের কর প্রতিবাদ ,
নয় তো অযোগ্যের শাসনে দেশ হয় বরবাদ ।
এ বৈজ্ঞানিক যুগে চরম শিক্ষা
জনতন্ত্রে নাগরিক হতে হবে জাগ্রত, চৌকস
বিপক্ষেরও বড়ো দায়িত্ব , রুখতে ভাঙন-ধ্বস্ ,
নয় তো চাইলেও সময়ে মেলে না ভিক্ষা ।

ভুল নীতি, ভুল শাসন
ডেকে আনে কাল , শিয়রে দাঁড়িয়ে যম
বিপাকে পড়লে একবার, পরিণাম ঘনায় আত্মহনন ।

(০৯-০৭-২০২২)
হস্র > দুর্গতি, রূপ, চেহারা।