ওঁরা মানুষ ছলিতে পরিপক্ক
দেশ শাসনে উপযুক্ত-যোগ্য ,
যা করার তা’ মনে মনে ধরে
খৈ ছোটে তাঁর ভাষণ প্রচারে ।
একবার পেলে হয় হাতে রাজত্ব ,
পাঁচ অব্দি নামবাহারী-কৃতিত্ব ।


দেশ ভাসিলে- ঐ নেতার কী ?
সে তো জনতারে ভাবে ঢেঁকি !
শূন্যনীতি ,ঠগবাজিতে ওস্তাদ
পোষে না স্থায়ী ধর্ম- নামজদ ।
মনগড়া নিজ স্বার্থ ভরা কর্ম
গায়ে পরা তাঁর বেশরম বর্ম ,
নিজলাভ বুঝতে করে না ভুল
লোভনীয় বরাদ্যে ভীষণ তুল ।


বিনা পাঠশালায় শেখা শিক্ষা
সে ধনাঢ্য ঘেরায় পায় সুরক্ষা ।
ধ্যান-জ্ঞান, স্বার্থসিদ্ধি- মূলমন্ত্র -
রাষ্ট্রটা তাঁর কাছে শোষণযন্ত্র ।


(০৩-০৪-২০২১)