যদি কর্ম হয় দেহ-কায়া -
বিচার সে প্রাণ,মহামায়া !
কি ভাবে বইবে জীবন -
বিচার তার-ই করে নিয়ন্ত্রণ ৷
বিচার হতে পারে শান্ত সরোবর ,
হতে পারে সে প্রলয় -
যেমন- কাল বৈশাখী ঝড় !
বিচার হতে পারে উড়োজাহাজ -
আবার শিকারী শ্বেন-বাজ ।
বিচার যদি না পায় মৌকা ,
হয়তো সেই পুরাতন মহজ -
হতে পারে ডগমগে ডিঙি নৌকা ৷
বিচার হতে পারে উত্তাল সাগর -
নয়তো আবর্জনা- গোবর ;
বিচার হতে পারে দাবানল -
নয়তো বরফ গলা শীতলজল ৷


বিচার অক্ষম, তাড়াতে ভূত !
ভূত যদি আবদ্ধ রয় সর্ষে -
বিচার অসাড় জড়বৎ ;
বিনা অনুশীলন আর উৎকর্ষে ৷
আপস জনে দ্বন্দ্ব বাধায়
বিচার- যদি ধরে সে কুরূপ ;
বিচার আনে একতা ধরায় -
বন্ধুত্ব-ভাইচারা তারই স্বরূপ ৷


(ইং-১০-১২-২০১৬)
মহজ > বড়োজোর । মৌকা  >  সুযোগ ।