বিচার দেখায় বাঁচার পথ-
সদা নিত্য সাথে ,
অবিচার টানে যথেক কুপথ-
দুর্ভোগ ভরায় মাথে !
বিচার- আদর্শরূপে হলে উদয়
খুশীর আভায় হাসায় মাতায় ,
কুবিচারে সব ক্ষয়ে নাশে
দুঃখ-দাররিদ্রে জীবন ভাসে ।


তোমায় আমায় হতে যে পারে -
বিচারের দু’টি ভিন্ন স্বর ,
স্থায়ীভিতে ঘুণ যে ধরে -
বিনা ভূকম্পে সবই নড়ে
মনোদেহ কাঁপে--থরথর ।


আজ যে চলছি মিলেমিশে
শান্তি মনে- দেশে দশে ,
বিচারে, বজায় রেখে ঐক্য ;
একই বিচার, বিরোধ বাক্য -
না ঘনায় ভীষণ বিপদ
না দাঁড়ায় হয়ে অহিত সাক্ষ্য ,
তবু বিচারই ভরসা চিরমুখ্য ।


সুজবুঝ  বিচারই সবার মাঝে
অটুট বন্ধন সেতু ,
আসতে দেয় না বিভেদ সমাজে
তিক্ত ঘৃণা হেতু ।


(ইং-১০-১২-২০১৬)