বেশী বর্ষা বিপদ, খালবিল ছাপায়
বন্যার ভয়ে চিন্তা বাড়ে মাথায় ।
বড়ো হতে গেলে খাটুনি খুব
কখনো বেঘোরে পড়ে ধরে অসুক ।
অতি প্রেমরোগে মনে বাড়ে ভ্রম
একদা ভুলে বসে মানবিক ধরম ।
বেশি খোরাকে ঘটে মনে অতৃপ্তি
ঔষধের সাথে বাড়ে বড়ো প্রীতি ।
বেশী জ্ঞানের রূপ সাধুর উপদেশ
কক্ষনো তাঁর জ্ঞান হয় না শেষ ।
কত মহাজ্ঞানীর মুখ থাকে ভার -
জ্ঞানবাণী প্রকাশে কষ্ট হয় তাঁর ।


অবুঝের বেশীধনে ডাকে প্রমাদ
মূঢ়তা গুণধর্ম সেথা হয় আবাদ ,
ঝগড়া মারামারি ভরায় পরিবেশ
থানা, কোটকাছারী- হয় অশেষ ।
মাদকের রূপশ্রী দেখা যায় বেশ
ডাক্তার বদ্যির বাড়ায় খুব ক্লেশ ।


(০৭-১১-২০২০)