মানুষ সুখ খোঁজে সমাজ মাঝে
পর হিত ভাবে না ,
অপরের ধন সম্পদ লুন্ঠন করে
ভাবে সে বিজ্ঞ মনা ।
তাই জাত-জাত হরদম প্রলাপ ,
কুৎসা রটিয়ে তাতে ;
দোষারোপ একে অপরের গোত্রে
মতি হীনতায় মাতে ।


কর্মে অসফল, ভরে ভীষণ গরল ,
চলে আস্থা স্থলে গুলি ;
বাঁচায় আপ্রাণ আর্তের চিৎকার ,
ভরা পড়া মাথার খুলি !
ধরমের ঘুঁট্টি, নেশা ধরায় প্রবল ,
জাতের ভাবনা নিয়ে ;
হাসি-কান্না মাতমে পাটা জলস্থল ,
কাল গত জান ক্ষয়ে ।


(ইং-২২-১১-২০১৮)