এ সময় সমাজকে বুঝানো-শেখানো -
জলের মত সরল-সহজ নয় কক্ষনো ,
এ কাজে আছে বাধা-বিপত্তি ভয় !
হয় না কিছু সততায় জীবন করেও ক্ষয় ।
স্ব-স্ব, নব নব মতবাদ, ব্যক্ততে অন্তঃকরণ
গরীমাময় উদগ্রীব, আজ সহস্র জন
আহ্লাদে-আনন্দে এ কাজে আসেন কত ,
সুখ চায় সুনাম, প্রচারে তার অবিরত ।
মানব মঙ্গলে বাঁধারে করে উপেক্ষা
তবু কত আসে দিতে মানবে শিক্ষা ।
সেথা খোলা দ্বার, সুযোগ সবার
ত্যগী বিচার আপাততঃ মধুর স্বার্থ ,
যদি কেহ খুঁজে পায় নিজ পরামার্থ ;
যদি হয় সে মত প্রচারে মাতোয়ারা -
সংসারে দেখা তার রূপ- বিচিত্রধারা ।
শ্রদ্ধা ভক্তি মিলন, হলে এ- বিচার
স্বহর্ষে নেবেই দু’মুঠো পুরে তার ,
বলা সহজ, কর্মে নয় সরল আজ
সে জন বাঁধার সম্মুখ হয় সকাল সাঁঝ ।
শত্রুতায় অন্য আর এক দ্রোহ মন ,
একরোখা প্রকাশ পায় তার আচরণ -
এত সব জানায় পড়েনি প্রয়োজন -
কষ্টে থাকুক না কেন, প্রিয়জন ?
চলনটা তার ভাবধারায় অবিকল
শুভকাজে হবে না কর্ম -সচল ।
পৃথিবী-টা আজ যদিও অনেক উন্নত ,
তবু শান্তি নেই ! মারকাটে উদ্যত ,
মন ,কোন দিকে পাশ ফেরে কখন
বলা যায় না ! ভাবধারা বিচিত্র চিন্তন ।
(১২-০১-২০২৫)