একদা কোন এক ক্ষণে                                
ঘটনা কাহারো ধরেনি মনে ,        
ছোট্ট ফলটি ভূতলে পড়ে-           
কঠোর পরিবেশে যায় সে সড়ে ৷
    
বৃথা মনে হয় মাটিতে পড়া-          
গ্রীষ্ম, বর্ষা হোক না জাড়া ,        
চলন বিহীন নড়া-চড়া            
সংসার ভাবে ফলটি মরা !
          
কী-বা বাসনা তৃপ্ত সেথায়-          
কী-বা চেতনা আসিবে মাথায় ?
কী-তার দাম জগৎ মাঝে          
দু-চার কীটে খায় যে পাছে !
        
অন্তরে সুপ্ত মহান ধর্ম            
বন্ধ্যা ভূমির চিরিয়া বর্ম-        
উদয় আবার নব জীবনে          
পুনঃ শোভে সে সুন্দর ভূবনে ৷
      
কি যেন জানায় দু’বাহু মেলে
অবুঝ কিশলয় সবুজে খেলে ,        
প্রাণবায়ু দানিবে জীবন ধরে        
তাই তো আসা ধরণী পরে !
        
সেবাই তার পরম ধরম          
সার্থক তার পুনর জনম ৷


(ইং-17-02-2016)
প্রাণবায়ু > অস্কিজেন ।